লি কুন-হি স্যামসাংয়ের চেয়ারম্যান মারা গেছেন

  • by
  • October 25, 2020
  • 429 views

দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিকস পণ্যসামগ্রীর স্বনামধন্য মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিকসের চেয়ারম্যান লি কুন-হি আর নেই। আজ রোববার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮ বছর। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে রোববার এক বিবৃতিতে তার মৃত্যুর খবর জানানো হয়।

২০১২ সাল থেকে কোম্পানির ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করা চেয়ারম্যান লির ছেলে জে ইয়াং লি বাবার স্থলাভিষিক্ত হবেন বলে ধারণা করা হচ্ছে। ছেলে জে ইয়াং লি এর আগে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন-হিকে ঘুষ দেওয়ার দায়ে জেল খাটেন।

স্যামসাংয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘চেয়ারম্যান লি সত্যিকারের দূরদর্শী মানুষ ছিলেন। তিনি স্যামসাংকে স্থানীয় ব্যবসা থেকে বিশ্বসেরা প্রতিষ্ঠানে পরিণত করেন।’ সূত্রঃ এনটিভি। সম্পাদনা ম/হ। ২৫১০/০৩

Related Articles