এফআইআর কঙ্গনার বিরুদ্ধে
- by
- May 4, 2021
- 367 views
পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে বিভেদ তৈরির চেষ্টার অভিযোগে এনে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
সোমবার হাইকোর্টের আইনজীবী সুমিত চৌধুরী ই-মেইল মারফত কঙ্গনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
তৃণমূলের জয় যেন কোনোভাবেই মেনে নিতে পারছেন না কঙ্গনা। টুইট বার্তায় তিনি লিখেন- বাংলাদেশি আর রোহিঙ্গারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় শক্তি, যা ট্রেন্ড দেখছি তাতে বাংলায় আর হিন্দুরা মেজরিটিতে নেই এবং তথ্য অনুযায়ী গোটা ভারতবর্ষের তুলনায় বাংলার মুসলিমরা সবচেয়ে গরিব আর বঞ্চিত। ভালো আরেকটা কাশ্মীর তৈরি হচ্ছে।
এখানেই থামেননি কঙ্গনা। আরামবাগে বিজেপির পার্টি অফিসে আগুন লাগানোর খবর শেয়ার করে তিনি লিখেছেন, আগামী দিনে বাংলায় রক্তস্নান হবে। সরকার হেরে যাওয়ার ভয়ে রক্ত পিপাসু হয়ে উঠবে।
এ ধরনের টুইটের পরই উচ্চ আদালতের আইনজীবী সুমিত চৌধুরী বলিউড অভিনেত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। সূত্রঃ যুগান্তর। সম্পাদনা ম/হ। ০৪০৫/০৭

